10 November 2011

আপনি কি জানেন মাকড়শা কিভাবে সন্তান জন্ম দেয় ?

আপনি কি জানেন মাকড়শা কিভাবে সন্তান জন্ম দেয় ?
মাকড়শার ডিম ফুটে বাচ্চা বের হয়। মা মাকড়শা সেই ডিম নিজের দেহে বহন করে বাচ্চা বের না হওয়া পর্যন্ত। প্রকৃতির নিয়মে একসময় ডিম ফুটতে শুরু করে। নতুন প্রাণের স্পন্দন দেখাযায় ডিমের ভেতর। এসেছে নতুন শিশু কিন্তু খাদ্য কোথায়? ক্ষুধার জ্বালায় ছোট ছোট মাকড়শা বাচ্চারা মায়ের দেহই খেতে শুরু করে ঠুকরে ঠুকরে। সন্তানদের মুখ চেয়ে মা নীরবে হজম করে সব কষ্ট, সব যন্ত্রনা। একসময় মায়ের পুরো দেহই চলে যায় সন্তানদের পেটে। মৃত মা পড়ে থাকে ছিন্ন বিছিন্ন হয়ে, সন্তানেরা নতুনপৃথিবীর দিকে হাঁটতে থাকে।
এই হলো মাকড়শা মায়ের আত্মত্যাগে র কাহিনী। আমাদের মায়েরা মাকড়শার মত নিজের দেহকে সন্তানের খাদ্য বানায় না সত্য, কিন্তু সন্তান জন্মের আগ থেকে পুরো জীবন সন্তানের জন্য যেভাবে উৎসর্গ করেন তা মাকড়শার চেয়ে কোন অংশে কম নয়। কিন্তু এসব কিছুর জন্য তিনিকখনো কোন প্রতিদানের আশা করেন না। তিনি নির্শত ভাবেই নিজের সন্তানকে ভালোবেসে যান। মায়ের মতো এমন মমতাময়ী আর কে আছে এই পৃথিবীতে? আসুন চেষ্টা করি আমাদের জন্য তার যেন কোনদিন কোনো কষ্ট না হয় !
SOURCE : http://www.facebook.com/We.are.not.single/posts/214426831962731

নাস্তিক বাড়ছে কথা সত্য, তবে কুকুরের মত

আমার ক্লাসের এক বন্ধু একবার হঠাৎ করে নাস্তিক হয়ে গেল। সে ঘোষণা দেয় আল্লাহ বলে কিছু নেই এসব হাবিজাবি। সে শুক্রবারে নামাজপড়বেনা। একদিক খালা ব্যাপারটা জানতে পারলো। সেদিন থেকে দিলেন ভাত বন্দ করে। বলে দিল যার তোর নাস্তিক ওস্তাদকে বল গিয়ে ভাত খাওয়াতে। খালার সাফ কথা নামাজ না পড়লে ভাত নাই। বেচারা তখন জিদ ধরে চলে গেল। দু তিনদিনবাহিরে কোথায় ভাত খেল। কিন্তু তিনদিন বাদে রাতে সে বাড়ি ফিরলো। কান্নাকাটি করে তার নাস্তিক জীবনের ইতি ঘটালো।
ঈদানিং ফেসবুকে এলে মনে হয় দেশ নাস্তিকদের স্বররগরাজ্ যে পরিনিত হয়েছে। দেশে অনেক নাস্তিক আছে এবং বাড়ছে। কিন্তু নাস্তিক বাড়ছে কথা সত্য, তবে কুকুরের মত।
একটু চিন্তা করেন, ছোটকাল থেকেই দেখে আসলাম কুকুর একসাথে ৫-৬ টা বাচ্চা দেই। আমাদের দেশে কেউ কুকুর খায়না তাই জবাইও করেনা। সেক্ষেত্রে কুকুরের সংখ্যাতও গরু ছাগল থেকে বেশী হবার কথা কারন গরু ছাগল প্রতি বছরলাখ লাখ জবাই দেয়া হয়। উপরুন্ত গরু একটির বেশী বাচ্চা দেয়না, ছাগল ২ টার বেশী তেমন একটা দেয়না।
তাই ভাবলাম নাস্তিক যেমন কুকুরের বাচ্চার মত অনেক মনে হয় আসলে বাস্তবে এরা কুকুরের মতই বাড়েনা বরং কমে।

SOURCE : http://www.facebook.com/We.are.not.single/posts/213562815382466

আপনি কি পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে ফেসবুক থেকে টাকা আয় করতে চান ?

আপনি কি পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে ফেসবুক থেকে টাকা আয় করতে চান ?তাহলে এই স্ট্যাটাসটি আপনার জন্য !!
যেভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন :-
1. প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করুন।
2. এবার উপরে ডান দিকে হোম বাটনের ডান পাশে ড্রপ ডাউন মেনু থেকে Account Settings এ যান।
3. স্ক্রল করে নিচে দেখুন Deactivate লেখা আছে, ওখানে ক্লিক করলে আর একটা পেজ খুলবে !
৪. পেজে দেখুন বেশ কয়েকটি অপশন আছে।তার মধ্যে যেকোন একটি অপশন সিলেক্ট করুন্।
৫. এবার নিচে দেখুন "Confirm" নামে একটা অপশনআছে।সেটাই ক্লিক করলেই আপনার কাজ শেষ !!!
৬. এবার পিসি অফ করে একটা চাকুরী/ব্য বসা তে লেগে যান এবং যতো খুশী ইনকাম করুন।
এই স্ট্যাটাসে র এর একমাত্র উদ্দেশ্য হল এই যে ,online এ টাকা কামানোর জন্য যে স্রম ও সময় দিতে হয় তার চেয়ে বাস্তব পৃথিবীতে কাজ করে ইনকাম করা অনেক সহজ বলে আমার ধারনা।যারা আসলেই এই বিষয়ে অভিজ্ঞ তারা হয়তো ভালই আয় করেন, তাই বলে সবাই হুমড়ি খায়ে পরা ঠিক না... অন্তত আমি পারবই না ।

SOURCE : http://www.facebook.com/We.are.not.single/posts/214722168599864

আমরা ফেসবুকে কি কি করি ?

আমরা ফেসবুকে কি কি করি ?
১।ফেসবুকের কল্যাণে বন্ধুর সাথে চ্যাট করি।
২. সামাজিক অসংগতি নিয়া ফাউ প্যাচাল পাড়ি !
৩. স্পেশাল মানুষের সাথে মান-অভিমান করি।
৪. বিভিন্ন কুইজে নিজেকে যাচাই করি।
৫. বিভিন্ন শয়তান লোকদের খবর পেয়ে মনে মনে চৌদ্দগুষ্ট ি উদ্ধার করি।
৬. শয়তানদের রিকুয়েস্ট বারবার পেতেই থাকলে ব্লক করি। (মেয়েদের ক্ষেত্রে )
৭. অন্যের স্ট্যাটাস কপি পেষ্ট করি (পেজের এডমিন হইলে তো কথাই নাই)
৮. না বুইঝাই বিভিন্ন জায়্গায় কমেন্ট করি
৯. কমেন্টে মেয়ে দেখলে অ্যাড না পাঠাইয়া যেন শান্তি নাই।আর অই মেয়ে যদি রিকোয়েস্ট Accept না করে তাহলে ওই মেয়ে খারাপ (ছেলেদের জন্য) !
১০. আজাইরা ফটোতে ট্যাগ মারি আর ফ্রেড দের মেজাজ খারাপ করে দেই
অতঃপর আমার পড়াশুনার .......... .......

SOURCE : http://www.facebook.com/We.are.not.single/posts/214264601978954

বন্ধু মানে একটা চাঁদ

বন্ধু মানে একটা চাঁদ,
পাশে থেকে জেগে থাকা সারা রাত ।
বন্ধু মানে ছুটন্ত একটা নদী,
যার পাশে বসে থাকি নিরবধি ।
বন্ধু মানে উড়ন্ত একটা পাখি,
উড়ে যাবে জেনেও কি যে মায়ায় চেয়ে থাকি ।
বন্ধু মানে মিষ্টি ঠোঁটের হাসি,
মন চায় শুধু তোমায় ভালবাসি ।
বন্ধু মানে কিছু পাওয়া,
না পাওয়ার পরেও হাজার চাওয়া ।
বন্ধু মানে দুষ্ট একটা মন,
একটু অভিমানেই ঝরায় দু:খ দিয়ে শ্রাবণ ।
বন্ধু মানে হাজার স্বপ্ন মনের মাঝে পুষে রাখা,
বন্ধু মানে ছোট একটা আশা,
হৃদয় গহীনে লুকিয়ে রাখা ভালবাসা ।

03 November 2011

ব্যাডলি মিস করাই.......

ব্যাডলি মিস করাই
প্রেমে পড়া নয়,
গভীর রাতের ফোনালাপ
মানেই পটে যাওয়া নয়,
রোমান্টিক গান, কবিতা
ডেডিকেশনই ভালবাসা নয় ,
complicated কখনোই
In a relationship নয় !!

Source : http://www.facebook.com/We.are.not.single/posts/212141252191289