10 November 2011

আপনি কি জানেন মাকড়শা কিভাবে সন্তান জন্ম দেয় ?

আপনি কি জানেন মাকড়শা কিভাবে সন্তান জন্ম দেয় ?
মাকড়শার ডিম ফুটে বাচ্চা বের হয়। মা মাকড়শা সেই ডিম নিজের দেহে বহন করে বাচ্চা বের না হওয়া পর্যন্ত। প্রকৃতির নিয়মে একসময় ডিম ফুটতে শুরু করে। নতুন প্রাণের স্পন্দন দেখাযায় ডিমের ভেতর। এসেছে নতুন শিশু কিন্তু খাদ্য কোথায়? ক্ষুধার জ্বালায় ছোট ছোট মাকড়শা বাচ্চারা মায়ের দেহই খেতে শুরু করে ঠুকরে ঠুকরে। সন্তানদের মুখ চেয়ে মা নীরবে হজম করে সব কষ্ট, সব যন্ত্রনা। একসময় মায়ের পুরো দেহই চলে যায় সন্তানদের পেটে। মৃত মা পড়ে থাকে ছিন্ন বিছিন্ন হয়ে, সন্তানেরা নতুনপৃথিবীর দিকে হাঁটতে থাকে।
এই হলো মাকড়শা মায়ের আত্মত্যাগে র কাহিনী। আমাদের মায়েরা মাকড়শার মত নিজের দেহকে সন্তানের খাদ্য বানায় না সত্য, কিন্তু সন্তান জন্মের আগ থেকে পুরো জীবন সন্তানের জন্য যেভাবে উৎসর্গ করেন তা মাকড়শার চেয়ে কোন অংশে কম নয়। কিন্তু এসব কিছুর জন্য তিনিকখনো কোন প্রতিদানের আশা করেন না। তিনি নির্শত ভাবেই নিজের সন্তানকে ভালোবেসে যান। মায়ের মতো এমন মমতাময়ী আর কে আছে এই পৃথিবীতে? আসুন চেষ্টা করি আমাদের জন্য তার যেন কোনদিন কোনো কষ্ট না হয় !
SOURCE : http://www.facebook.com/We.are.not.single/posts/214426831962731

No comments:

Post a Comment