22 October 2011

আমাদের দেশে কার অধিকার বেশি, নারীর না পুরুষের ? কে বেশি ক্ষমতাবান নারী না পুরষ?

যদি কোন ছেলে কোন মেয়েকে ছেড়ে চলে যায়, আর যদি যাবার সময় ছেলেটি মেয়েটিকে বলে, “তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে ভাবতাম। কখনও প্রেমিকা হিসেবে দেখিনি।”
তখন মেয়েটি কাঁদতে লাগে। সবকিছুর বিনিময়ে তাকে পেতে চাই। কিন্তু যখন পায় না, সে আত্নহত্যা করে।
ছেলেটির নামে পত্রিকায় অনেক কিছু বের হয়। একটি সুনামও থাকে না।যদি কোন সুনামও থাকে সেটা কখনও ছাপানো হয় না।
যদি কোন মেয়ে কোন ছেলেকে ছেড়ে চলে যায়, তাহলেমেয়েটি ছেলেটিকে বলে, “তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে ভাবতাম। কখনও প্রেমিক হিসেবে দেখিনি।”
আর তখন ছেলেটির কিছুই বলার থাকে না। ছেলেটাকে লুজার ছাড়া কিছুই বলা যায় না। সে কি করবে, সে নিজেই জানে না। কারো কাছে অভিযোগকরতে পারে না। বললে, মেয়েটির বদলে সে নিজে লজ্জা পায়।
সে মেয়েটির মত আত্নহত্যাও করে না, কাঁদেও না। শুধু মাদকাসক্ত হয়।তারপর…… …………..
আর যদি কখনও আত্নহত্যা করে, পত্রিকায় সেটা একদিনের জন্য ছোট একটা কলামে হাস্যকর হিসেবে লেখা হয়।
আমাদের দেশে, মেয়েদের চেয়ে ছেলেরা বেশি ধোকাখায়। কিন্তু সেটা নিয়ে কেউ আলোচনা করে না।
এবার আপনারাই বলুন আমাদের দেশে কার অধিকার বেশি, নারীর না পুরুষের ? কে বেশি ক্ষমতাবান নারী না পুরষ?

2 comments:

  1. ekta chale jokhon ekta meye k chare chole jay ,tokhon meye ra oshomvob kosto pay.........abr oneke suicide o kore bcz tara ata k tader life er onek important ghotota mone kore.............but ekta maye jodi ekta chale k chare chole jay tahole almost chale ra e ata k kono fact mone kore na and aro valo kono maye er jonno wait kore............r amader desh a chale ra meye der chaye bashi dhoka khay ata motei e thik na............amader porishonkhan ta bole na...........r ata apni o janen asha kori vaiya......

    ReplyDelete
  2. @Ohona সব ছেলেরা এক না , আর আপনি কিভাবে জানলেন ছেলেরা এটাকে কোনো মনে করে না।আর ছেলেরা বেশি ধোকা খায় না মেয়েরা সেটা তো পোষ্ট টা পড়লেই বোঝা যায় ! তাই না ?

    ReplyDelete