22 October 2011

ফেসবুকের দুটি মহা গুজব

ফেসবুকের দুটি মহা গুজব :
১>হিডেন ক্যামেরা কোনো রুমে আছে কিনা তা চেক করার জন্য ওই রুমটাতে ঢুকে কল করার চেষ্টা করুন ।যদি কল না যায় তাহলে ধরে নিবেনঐ রুমটাতে হিডেন ক্যামেরা আছে ।
¤প্রকৃত সত্য হচ্ছে ,এটি সম্পূর্ন ভূয়া একটি খবর ।নেটওর্য়াক ফেইল করার মত ক্ষমতা ওই হিডেন ক্যামেরার নাই ,আর ফাইবার অপটিক এখানে নিস্ক্রিয় !
২>এটিএম বুথের মধ্যে যদি কোন ছিনতাইকারী আপনাকে জিম্মি করে অর্থ আত্নসাত্‍ করতে চায়তাহলে আপনি আপনার পিন কোড টিকে উল্টো করে ক্লিক করুন ,দেখবেন পুরো টাকা বের হওয়ার আগেই পুলিশ চলে আসবে !
মুহাঃহাঃহা ঃ
আসলে এমন কোন পদ্বতি বাংলাদেশে নেই ।পুলিশ যেখানে খুন খারাবি হয় সেখানে যেতেই দুইদিন লাগিয়ে দেয় আর আপনি কোন ভিআইপি হয়েছেন ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই চলে আসবে ?
ফেসবুকের সেই সকল ভাই আপুকে বলছি ,কমনসেন্স দিয়ে জীবনযাপন করুন ।মুর্খের মত আচরন করবেননা ।আপনার ভুয়া পোষ্ট অনেকেই বিশ্বাস করতে বাধ্য ।
কাউকে ট্রায়াল রুমে হিডেন ক্যামেরা থাকা সত্ত্বেও নগ্ন হতে হলে কিংবা এটিএম বুথে মরতে হলে তার জন্য দায়ী হবেন কিন্তু আপনি !

No comments:

Post a Comment